২৪ ঘণ্টায় ১২০০ মৃত্যু, করোনার ধাক্কায় আমেরিকায় কর্মহীন হওয়ার শঙ্কাও তীব্র

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ১১ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

0
2

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। একদিনে এটাই বিশ্বে সর্বাধিক করোনা-মৃত্যু বলে জানিয়েছে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার। এর ফলে আমেরিকায় করোনার আক্রমণে প্রাণ গেল ৫ হাজার সাতশ মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ, প্রায় চার মাস অতিক্রান্ত হলেও করোনাভাইরাসের সংক্রমণ স্তিমিত হওয়ার বদলে আরও গতি পেয়েছে। সংক্রমণের হার বাড়ছে, যা চিন্তার।

এদিকে করোনার আক্রমণে জীবনহানির পাশাপাশি গভীর মন্দার মুখে মার্কিন অর্থনীতি। কাজ হারানোর আশঙ্কায় কয়েক লক্ষ মানুষ। এর মধ্যে বড় সংখ্যায় আছেন বিভিন্ন বহুজাতিক সংস্থার ভারতীয়, চিনা বংশদ্ভূতরা। ছাঁটাইয়ের ফলে কাজ হারালেও এরা বেকার ভাতা বা স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন না। ফলে বহু চাকুরিজীবীকেই আমেরিকা থেকে ফিরে আসতে হবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলছেন, বিশ্ব অর্থনীতির গ্রেট ডিপ্রেশনের চেয়েও খারাপ হতে পারে এবারের পরিস্থিতি। করোনা মহামারীর মধ্যে এখনও পর্যন্ত ১ কোটি আমেরিকান বেকার ঘোষণাপত্র জমা দিয়ে সরকারি সাহায্যের আবেদন করেছেন।