পাইকারের অভাবে জমিতে পড়েই নষ্ট তরমুজ

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ১১ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

0
2

লকডাউনের জেরে অন্যান্য অনেক কৃষকদের মতোই বিপাকে পড়েছেন তুফানগঞ্জ 2 নং ব্লকের মহিষকুচি 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকার তরমুজ চাষীরা।রায়ডাক নদীর চরে বিঘা পর বিঘা জুড়ে তরমুজ চাষ করেছেন তাঁরা। আর ফলনও হয়েছে ভালো। কিন্তু লকডাউনে সমস্ত গাড়ি চলাচল বন্ধ। ফলে দেখা নেই পাইকারদের। বিক্রি হচ্ছে না তরমুজ। পাশেই রয়েছে অসম। কিন্তু করোনা সংক্রমণ রুখতে সীমানা সিল করে দেওয়া হয়েছে। আর তার জেরে জমিতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে তরমুজ। মাথায় হাত পড়েছে কৃষকদের।
তাঁরা জানান, গত বছর শিলাবৃষ্টির জন্য প্রায় সব তরমুজই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবছর ফলন খুব ভালো হয়েছে। অথচ এই পরিস্থিতিতে কোনও বাইরের পাইকার না আসতে পারায় তরমুজ জমিতে পড়েই নষ্ট হচ্ছে। সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছেন তুফানগঞ্জের তরমুজ চাষীরা।