গুরুংয়ের ৫ সঙ্গীর অন্তর্বর্তী জামিন

করোনা আপডেট :৩ এপ্রিল, সকাল ৯ টা। বিশ্ব : আক্রান্ত ১০,১৫,৪৬৬, মৃত ৫৩,১৯০। দেশ : আক্রান্ত ২০৬৯, মৃত ৫৮। রাজ্য : আক্রান্ত ৩৪, মৃত ৩।

0
2

করোনা সংক্রমণে কথা মাথায় রেখে পাহাড়ের মোর্চার নেতা বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ পাঁচজনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদের বিরুদ্ধে মামলা চলছিল। ভিডিও কনফারেন্সে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। অভিযুক্তরা তিন মাসের জামিন পেয়েছে। ২০১৮তে দার্জিলিংয়ের বাদামতাম থেকে জিলোটিন স্টিক উদ্ধার ও একাধিক দেশদ্রোহীতার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। দার্জিলিং সংশোধনাগারে ছিল। ২০১৭-র জুন মাসে পাহাড়ে আন্দোলন শুরু হয় আর সেই আন্দোলনের সূত্র ধরেই ২০১৮ সালে পূরন তামাং, শেখর রাই, বিশাল তামাং, ভাস্কর রাই সফর লামা গ্রেফতার হয়।