এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার সুন্দরপুর গ্রাম। বুধবার বিকেলে এই ঘটনার জেরে বোমাবাজিও হয়। ঘটনায় এক মহিলা সহ আহত তিন জন। আহতদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সূত্রপাত এদিন সকালে। স্থানীয় মুস্তাকিম শেখ ও মালাই শেখের মধ্যে বিবাদ বাধে। বিকেলে সেই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ব্যাপক বোমাবাজি চলে। খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এখনও পর্যন্ত গ্রেফতারের খবর নেই। বোমাবাজির ঘটনা ঘিরে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী বাদাম শেখ ও তৃণমূল যুব কংগ্রেস অঞ্চল সভাপতি সাবির শেখ একে ওপরের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ তুলেছে।





























































































































