BREAKING: অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নয়াবাদের করোনা আক্রান্ত পৌঢ়

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৩৭, মৃত ৪।

0
5

অবশেষে লড়াই শেষ। বেশ কয়েকদিন করোনার সঙ্গে যুদ্ধ করার পর সবকিছুর ইতি। মৃত্যুর কোলে ঢলে পড়লেন করোনা ভাইরাসে আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়।

আজ, বুধবার সন্ধ্যায় পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় তাঁর। হাসপাতালের চিফ এক্সিকিউটিভ ডা. সুদীপ্ত মিত্র বলেন, কোভিড-১৯ নিউমোনাইটিস সংক্রমণে আক্রান্ত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।