নিজামুদ্দিনের ঘটনা তালিবানি অপরাধ, মন্তব্য নকভির

করোনা আপডেট :১ এপ্রিল, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৮,৮২,০৬৮, মৃত ৪৪,১৩৬। দেশ : আক্রান্ত ১৬৩৭, মৃত ৪৫। রাজ্য : আক্রান্ত ৩৭, মৃত ৩।

0
5

দিল্লির ধর্মীয় জমায়েত নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী মুখতার আব্বাস নকভি।  ‘তালিবানি অপরাধ’ করেছে তাবলিঘি জামাত বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সংস্থাকে তিনি বলেন, ” সরকারি নির্দেশ কে লংঘন করেছে ওরা। এই অবস্থায় বহু মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে তবলিঘি। এই অপরাধ ক্ষমার অযোগ্য। ”

‘বহু মানুষের জীবন বিপদের মুখে ফেলে দিয়েছে তবলিঘি। সরকারি নির্দেশি লঙ্ঘন করেছে ওরা। এই ধরনের সংগঠনের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া উচিত।”  নকভির সংযোজন, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। যারা লকডাউন মানছে না, তাদের ক্ষমা করা যায় না।

দিল্লির নিজামুদ্দিনে ১৩-১৫ মার্চ সমাবেশ ছিল তবলিঘি জামাতের। যেখানে যোগ দিয়েছিলেন বিদেশিরা। সেখান থেকে ছড়িয়েছে করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ২৪ জন। দিল্লি সরকার সূত্রে খবর, নিজামুদ্দিনের মরকজ ভবনে  থাকা ২৩৫৫ জনের মধ্যে ৪৫০ জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। বাকিদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।