করোনা সতর্কতা: অষ্টমীর স্নান বন্ধ তুফানগঞ্জে

0
2

করোনাভাইরাস সংক্রমণ প্রতিহত করতে, জমায়েত এড়ানোয় জন্য অষ্টমীর স্নান বন্ধ করে দিল তুফানগঞ্জ প্রশাসন।

ঘোগার কুটি দরিয়া বেলাই গ্রামে প্রায় ১০০ বছর ধরে চলছে অষ্টমীর স্নান ও মেলা। তিন দিন ধরে চলে এই উৎসব। কিন্তু করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে তুফানগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মেলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে কোনও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তুফানগঞ্জ দোল মেলা বন্ধ করে দিয়েছে তুফানগঞ্জ মহাকুমা প্রশাসন।

তুফানগঞ্জ ১নং ব্লকের চিলাখানা ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি দরিয়া বেলাই এলাকার গদাধর নদীতে স্নান পর্ব চলে। নদীর অন্য পারে অন্দরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের ঘোগার কুটি দরিয়া বেলাই রোডের পাশে অষ্টমী স্নান উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়।

মেলা কমিটির কোষাধক্ষ্য জানান, “আমাদের এই ঘোগার কুটি অষ্টমীর স্নান মেলায়, অনেক দূর থেকে লোকজন স্নান করতে আসেন ও মেলা দেখেন । এই অষ্টমী মেলা প্রায় ১০০ বছর ধরে চলে আসছে। এই মেলায় বিভিন্ন রাজ্য থেকে, সার্কাস, নাগরদোলা, রকমারি সাজার জিনিসের দোকান, ও রকমারি খাবারের দোকানও বসে। কিন্তু এই বছর করোনাভাইরাসের আতঙ্কে ভিড় উপেক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সুরক্ষার স্বার্থে আমরা সেটা মেনে নিয়েছি।”