এপ্রিলের মাস পয়লা, কিন্তু ইএমআই স্থগিত নিয়ে সদুত্তর মিলল না

0
5

আরবিআই থেকে জানানো হয়েছে তিন মাসের জন্য স্থগিত রাখা হবে ইএমআই। এই ঘোষণার পর, সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব ক্রমে বেড়ে চলেছে। কোন ব্যাংক বলছে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা রাখতে , কোন ব্যাংক বলছে যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব হয় আপনি মাসিক কিস্তি জমা দিতে পারেন।ইএমআই তিন মাসের জন্য স্থগিত থাকলে তা কীভাবে শোধ করা হবে, তা নিয়েও কোনো সুস্পষ্ট ধারণা নেই কারোর মধ্যে। এপ্রিলের মাস পয়লা চলে এল, কিন্তু এখনও পর্যন্ত সদুত্তর মিলল না।মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো টুইট বার্তায় ইএমআই স্থগিত রাখার কথা জানিয়েছে l এসবিআই ৩১ মে পর্যন্ত ইএমআই স্থগিত রাখার কথা জানিয়েছে। আইডিবিআই জানিয়েছে, যেসব গ্রাহকের নগদ রোজগারে অসুবিধা হয়নি, তারা চাইলে তাদের ইএমআই জমা দিতে পারেন।জুনে ফের মাসিক কিস্তি জমা দিতে হবে এমনটাই জানিয়েছে ইউকো ব্যাংক। তবে এই ঋণ স্থগিত রাখার ক্ষেত্রে, ব্যাংকগুলি কতগুলি অসুবিধার মুখে পড়বে। গ্রাহকরা ইএমআই স্থগিত রাখলেও আমানতে সুদ দিতে হবে ব্যাংককে। এর মধ্যে কেউ তার সঞ্চয় তুলতে চাইলে তাও ফেরত দিতে হবে ব্যাংককে। সুতরাং মাসিক কিস্তি স্থগিত রাখার ফলে ব্যাংকের নগদে টান পড়বে। সমস্যা শুধু এখানেই শেষ নয়। ১ এপ্রিল থেকেই একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক মার্জ হচ্ছে। ফলে ঋণশোধের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে কিনা প্রশ্ন সেটাও। অর্থ মন্ত্রক এক্ষেত্রে জানিয়েছে মার্জ হওয়া ব্যাংকগুলির শুধু নাম পরিবর্তন হবে ।অন্য কোন প্রক্রিয়ার পরিবর্তন হবে না। তাই গ্রাহকদের এ বিষয়ে চিন্তা করার কিছু নেই।