BREAKING: এবার রাজ্যে শুরু করোনা মৃত্যু মিছিল! কমিউনিটি ট্রান্সমিশন আতঙ্ক

0
2

আজ, মঙ্গলবার সকাল থেকেই একার পর এক খারাপ খবর রাজ্যের জন্য। চলছে মৃত্যু মিছিল। এবার এনআরএস হাসপাতালে এক করোনা আক্রান্তের মৃত্যু। মারণ করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে আরও এক প্রাণ নিল। মঙ্গলবার রাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় এক ব্যক্তির। শরীরে একাধিক উপসর্গ নিয়ে তিনি এদিনই এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে, হাওড়াতে ফের আরও এক করোনা আক্রান্তের মৃত্যু। জানা গিয়েছে, মৃতের বাড়ি হাওড়াতেই। আজ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সব মিলিয়ে আর ওই দুই ব্যক্তির মৃত্যুর জেরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের এগরায় করোনায় আক্রান্ত হলেন আরও একজন। এবার মারণ ভাইরাসের শিকার হলেন এক চিকিৎসকের জামাইবাবু। আজ রাতে ওই চিকিৎসকের জামাইবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, সম্প্রতি ওই চিকিৎসকের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ও।

উল্লেখ্য, এর আগে ওই চিকিৎসকের স্ত্রী এবং পিসি করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। পূর্ব মেদিনীপুরে এই নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন।