‘সব ঋণ মিটিয়ে দেব’,আর্থিক সঙ্কটের সময়ে সীতারামনকে টুইট বিজয় মাল্য’র

করোনা আপডেট :৩১ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৮,০৩,১২৬, মৃত ৩৯,০৩২। দেশ : আক্রান্ত ১২৫১, মৃত ৩২। রাজ্য : আক্রান্ত ২৭, মৃত ৩।

0
2

আর্থিক সঙ্কটের মুখে দেশের অর্থনীতি। ঠিক সেই সময়ে ফের নিজের ১০০% দেনা মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিলেন লিকার ব্যারন বিজয় মাল্য।

দেশে লকডাউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক টুইটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তিনি লিখেছেন, ‘‘আশা করি দেশের এই দুঃসময়ে অর্থমন্ত্রী আমার আর্জি মেনে নেবেন।’’ লকডাউনের নিয়মকানুন মেনে তাঁর সংস্থাগুলিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ বলেও জানিয়েছেন কিংফিশার কর্ণধার। যদিও অর্থমন্ত্রী বা তাঁর মন্ত্রক এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বিজয় মাল্য’র বিরুদ্ধে। বর্তমানে তিনি ইংল্যান্ডে আশ্রয় নিয়েছেন।
টুইটারে মাল্য লিখেছেন, ‘‘কিংফিশার সংস্থা বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ নিয়েছে বারবার সেই টাকার ১০০ শতাংশ ফেরত দেওয়ার জন্য আমি বার বার প্রস্তাব দিয়েছি। কিন্তু ব্যাঙ্ক বা ইডি কোনও কর্তৃপক্ষই অ্যাটাচ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুলে দেননি। আশা করি এই দুর্দিনে অর্থমন্ত্রী আমার কথা শুনবেন।’’