করোনা মোকাবিলায় এখন দেশজুড়ে চলছে লকডাউন। তারই মধ্যে নিজের কর্তব্যে অবিচল থেকে বুক চিতিয়ে লড়াই করছেন অনেক মানুষ। তার প্রথম সারিতে রয়েছেন চিকিৎসক–নার্স–স্বাস্থ্যকর্মীরা। একইভাবে বড় ভূমিকা পালন করছে পুলিশ মহল। কখনও অভুক্ত অসহায়-দরিদ্র-ভবঘুরে-সারমেয়দের মুখে খাবার তুলে দিচ্ছেন, তো জীবনের ঝুঁকি নিয়ে খোলা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করছেন।
এই পরিস্থিতির মধ্যেই প্রায় ৬০ কিলোমিটার সাইকেল চালিয়ে ডিউটিতে যোগ দিচ্ছেন কলকাতা পুলিশের এক এএসআই। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং-এ। পরিমল মজুমদার নামের ওই পুলিশকর্মী মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে সারারাত সাইকেল চালিয়ে একবালপুর থানায় পৌঁছাচ্ছেন বলে জানা গিয়েছে।
এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দায়িত্ব ও কর্তব্যে তাঁর নিষ্ঠা এবং দায়বদ্ধতাকে অবাক করছে পুলিশ মহলকেও। সর্বত্র প্রসংশা কুড়োচ্ছেন পরিমল মজুমদার। পরিমল অবশ্য নির্বিকার। তাঁর কথায়, “এটাই তো আমার কাজ”।





























































































































