করোনা আতঙ্ক: মিলছে না ডেলিভারি বয়, নাজেহাল এলপিজি গ্রাহকরা

করোনা আপডেট :৩০ মার্চ, সন্ধে ৭ টা। বিশ্ব : আক্রান্ত ৭,৩৮,৯৫৪, মৃত ৩৫,০১৩। দেশ : আক্রান্ত ১০৭১, মৃত ২৯। রাজ্য : আক্রান্ত ২২, মৃত ২

0
2

গ্যাসের চাহিদা রয়েছে। রয়েছে আমদানিও। কিন্তু তারপরও গ্যাস নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ গ্রাহকদের। সৌজন্যে নোবেল করোনাভাইরাস। তার জেরে পাওয়া যাচ্ছে না ডেলিভারি বয়। নাজেহাল অবস্থা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলের সাধারণ মানুষদের।

করোনাভাইরাস সংক্রমণ রোধের জন্য দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। কিন্তু রান্নার গ্যাসের মত নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে সমস্যায় পড়তে হচ্ছে। গ্যাস বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মিলছে না ডেলিভারি বয়। বিষ্ণুপুর অঞ্চলে গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন। কেউ গাড়ি থেকে গ্যাস নামাতে ব্যস্ত। আবার কেউ গ্যাস নিয়ে ভ্যান খুঁজতে রীতিমতো এদিক-ওদিক
ছুটছেন।

এক এলপিজি ডিলার বলেন, ” এই মুহূর্তে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। করোনার জেরে হোম ডেলিভারি বয়রা আসছেন না। ফলে গ্যাস গ্রাহকদের বাড়িতে পৌঁছে দিতে সমস্যায় পড়তে হচ্ছে। ” সুমন কুমার দাস নামে এক এলপিজি গ্রাহক বলেন, “গ্যাস বুকিং করেছি ক্যাশমেমো বেরিয়ে গেছে। কিন্তু তারপরে অনেকদিন ধরে দেখছি বাড়িতে গ্যাস যাচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে নিজেই গ্যাস নিতে এলাম।” অন্যদিকে চঞ্চল বাগদি নামে এক হোম ডেলিভারি বয় জানান, “আমরা কাজে আসছি পেটের দায়ে। এমার্জেন্সি কাজ, তাই আতঙ্ক থাকলেও আমাদের কাজে আসতে হচ্ছে।”