ক সংক্রমণ রুখতে শুধু দেশ জুড়ে লকডাউনই নয়, রাজ্যের সীমানাগুলি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার, ষষ্ঠ দিনে পড়ল লকডাউন। দিল্লির কাছে উত্তরপ্রদেশ সীমান্তে গৌতম বুদ্ধ নগর জেলার দুটি শহর নয়ডা ও গ্রেটার নয়ডা। এই দুই শহরে সোমবার সকালে পুলিশের সঙ্গে টহল দিয়েছে আধা সেনা। মাইকিং করে স্থানীয় মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গৌতম বুদ্ধ নগরে এখনও পর্যন্ত ২৩ জন কোভিড ১৯-এ আক্রান্ত। এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সেখানে যাওয়ার কথা। তার আগে মাইকে ঘোষণা করা হয়, কেউ অকারণে রাস্তায় বেরোলে, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গ্রেটার নয়ডায় জেপি স্পোর্টস কমপ্লেকসকে কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে।































































































































