করোনা: রাজ্যে 3000 বন্দিকে সাময়িক মুক্তি

0
2

শেষপর্যন্ত রাজ্যের 3000 বন্দিকে জেল থেকে তিনমাসের জন্য মুক্তি দিচ্ছে প্রশাসন।
বিচারপতি দীপঙ্কর দত্তর নেতৃত্বে কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। বিচারাধীনদের জামিন ও সাজাপ্রাপ্তদের প্যারোল দেওয়া হবে। আজ হাইকোর্টে বিষয়টি আনুষ্ঠানিকতা পাবে। এর মধ্যে পকসো, ধর্ষণ, রাষ্ট্রের বিরুদ্ধে মারামারি, আর্থিক দুর্নীতির অভিযুক্তরা পড়বেন না। যাঁরা আগে সাময়িক মুক্তি পেয়েছেন, তাঁরাও বাদ।