রাজ্যে করোনায় দ্বিতীয় মৃত্যু, প্রথম উত্তরবঙ্গে

0
2

রাজ্যে করোনা ভাইরাসে দ্বিতীয় মৃত্যু। উত্তরবঙ্গে প্রথম মৃত্যু। কালিম্পংয়ের এই মহিলা ভর্তি ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। আজ, সোমবার ভোর দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স ৫৩ বছর।

জানা গিয়েছে, এই মহিলা বিদেশ থেকে ফিরে প্রথমে দক্ষিণ ভারতে আসেন। দক্ষিণ ভারত থেকে কালিম্পংয়ে ফেরার পরেই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেফিক্যাল কলেজে। তাঁর সোয়াব টেস্ট হয়। নমুনা যায় নাইসেডে। দুদিন আগে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। তাঁর চিকিৎসা শুরু হয়। শ্বাসকষ্ট কম করার চেষ্টা করেও ডাক্তাররা ব্যর্থ হন। সকালে মৃত্যু হয়। তাঁকে যে চিকিৎসক দেখছিলেন, তাঁকে হোম কোয়ারান্টাইনে যেতে বলা হয়েছে। মৃত্যুর খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে জানানো হয়েছে। এই মহিলা দেশে ফেরার পর কাদের সঙ্গে দেখা করেছিলেন তার তথ্য জানতে চাওয়া হয়েছে।