রাজ্যে আরও এক আক্রান্ত, বেড়ে ২০

করোনা আপডেট :২৯ মার্চ, রাত ৮ টা। বিশ্ব : আক্রান্ত ৬,৮০,৫৫৭, মৃত ৩১,৯১৩। দেশ : আক্রান্ত ১০৩৭, মৃত ২৫। রাজ্য : আক্রান্ত ২০, মৃত ১

0
8

রাজ্যে আরও এক করোনা আক্রান্ত। এই মুহূর্তে রাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০। নাইসেড থেকে রিপোর্ট পজিটিভ আসার পর ৬৬ বছরের ওই প্রৌঢ়কে কোয়ারান্টাইন থেকে সরিয়ে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে নয়াবাদের প্রৌঢ়, যিনি পিয়ারলেসের আইসিইউতে রয়েছেন, তাঁর অবস্থা শঙ্কাজনক। ওষুধে সাড়া দিলেও তাঁর রেচন প্রক্রিয়া স্বাভাবিক করা যায়নি। বুকে সংক্রমনের কারণে কৃত্রিমভাবে শ্বাস প্রক্রিয়া চালানো হচ্ছে। চিকিৎসকরা নজর রাখছেন।