রবিবাসরীয় সকালে উৎকণ্ঠায় ছিল গোটা দেশ। প্রধানমন্ত্রী তাঁর মনের কথায় কী বলেন তাই ছিল জানার প্রধান বিষয়। রবিবারের ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আপামর জনতাকে বরাভয় দিলেন। লকডাউনের জন্য তাঁকে দোষী মনে করা হলেও দেশের জন্য তা জরুরী ছিল, যেসব দেশ করোনাকে হালকাভাবে নিয়েছে তার ক্ষতিপূরণ দিতে হয়েছে সেই সব দেশকে। মোদি বলেন লকডাউন এর ফলে বাইরে বেরোনো যাচ্ছেনা একথা ঠিক, কিন্তু মানুষ আবার নিজের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন।পরিবারের সঙ্গে বেশি সময় দিতে পারছেন । তাঁদের পুরনো অভ্যাস গুলি আবার ঝালিয়ে নিতে পারছেন। এদিনের অনুষ্ঠানে মোদি কথা বলেন সেই পরিবারের সঙ্গে, যারা করোনাকে পরাস্ত করে ফিরে আসতে পেরেছেন। তাদের শুভেচ্ছা জানান মোদি। সেইসঙ্গে কৃতজ্ঞতা জানান সমগ্র চিকিৎসকদের যারা সামনে থেকে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। রবিবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক টুইট বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসক এবং নার্সদের প্রতি। তিনি বলেন যেভাবে নিঃস্বার্থ মনোভাব নিয়ে চিকিৎসকরা করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তা সত্যি প্রশংসার যোগ্য।