ক্যানসারে আক্রান্ত মা। প্রস্টেটের সমস্যায় অসুস্থ বাবার চিকিৎসা করাতে মুম্বই গিয়েছিলেন মেয়ে। তখনও থাবা বসাতে পারেনি করোনা। সেটা ছিল ৭ মার্চ। দিন কয়েক আগে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। তাতেই মুম্বইয়ে আটকে পড়েন পরিবারের ৪ সদস্য।
শনিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হন রাধিকা দেবনাথ। মুম্বই থেকে ফোনে তিনি জানান, গত ৭ মার্চ তিনি মা গীতা দেবনাথকে নিয়ে হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন। মুম্বই পৌঁছে তিনি জানতে পারেন, বাবার অসুস্থতা বেড়েছে। তৎকাল টিকিট কেটে রাধিকার খুড়তুতো ভাই নয়ন দেবনাথ ১৫ মার্চ ধ্রুব দেবনাথকে সঙ্গে নিয়ে মুম্বই পৌঁছান। একই সঙ্গে দু’জনের চিকিৎসা চলতে থাকে মুম্বইয়ে। আপাতত সুস্থ দুজনেই। তবে হোটেল ভাড়া খরচ সামলাতে নাজেহাল অবস্থা তাদের। রাধিকা বলেন, ” ২৪ মার্চ ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল। হাতে যা টাকা ছিল তা ফুরিয়ে আসছে। সরকার বাড়ি ফেরার ব্যবস্থা করলে খুব উপকার হয়। ”
বছর ২৯-র মেয়ের উপরে ভরসা করেই সুদূর মুম্বইয়ে গিয়েছিলেন শান্তিপুরের বাইগাছি পাড়ার বাসিন্দা গীতা দেবনাথ এবং তাঁর স্বামী ধ্রুব দেবনাথ। ৪ বছর আগে লিভার ক্যানসার ধরা পড়ে গীতা দেবনাথের। ওই একই সময়ে প্রস্টেটের সমস্যা শুরু হয় তাঁর স্বামীরও।






























































































































