দিল্লিতে আটকে, প্রায় অনাহারে, মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ১০টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
2

বাংলার এই যুবকরা দিল্লিতে গিয়েছিলেন। সকলেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা। কিন্তু লক ডাউনে আটকে। ফ্যাক্টরি মালিক কথা দিয়েও প্রাপ্য পয়সা দেয়নি। খাওয়ার পয়সা ফুরিয়েছে। এখন তাঁরা কার্যত ধার করে বেঁচে রয়েছেন। ঘরবন্দি। ওরা তাকিয়ে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে। ফিরতে চান ঘরে। আর কীভাবে ওরা রয়েছেন তা ভিডিওতেই দেখা যাচ্ছে। করোনা বিধি রুখতে কোনও ব্যবস্থাই নেই!