লকডাউন চলছে। সরকার ঘোষিত কিছু জরুরি পরিষেবা ছাড়া সাধারণ যান চলাচল বন্ধ। কিন্তু জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের আটকাচ্ছে পুলিশ। বেশিরভাগ ক্ষেত্রই অবশ্য ভুল বোঝাবুঝিতে। এবার সেই বিভ্রান্তি দূর করতে লকডাউন চলাকালীন জরুরি পরিষেবার জন্য তৈরি হলো বিশেষ পাস। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার তত্ত্বাবধানে শুরু হল এই বিশেষ এই “ই–পাস”।
জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের হাতে “ই–পাস” থাকলে আর আটকাবে না পুলিশ। অনলাইন খাবার ডেলিভারি ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই ই–পাসের ব্যবস্থা বলে জানিয়েছেন নগরপাল।

কিন্তু কীভাবে সংগ্রহ করবেন এই ই–পাস। এই পাস পেতে হলে আপনাকে কলকাতা পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। দিতে হবে সমস্ত তথ্য। যদি সংশ্লিষ্ট সংস্থা মনে করে যে আবেদনকারী এই পাস পাওয়ার যোগ্য, তাহলে তাঁকে ই–পাসটি মেল করে দেওয়া হবে। এরপর আবেদনকারীকে পাসটির প্রিন্ট নিয়ে নিতে হবে। প্রিন্ট নিয়ে সেই কাগজটি গাড়ির সামনে লাগিয়ে তারপর রাস্তায় বেরতে পারবেন। আটকাবে না পুলিশ।




























































































































