লকডাউনে রোগীর পরিবারের মুখে অন্ন তুলে দিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
2

লকডাউনে রোগীদের পরিবারের পাশে দাঁড়ালেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। ফুলবাগান বিধানচন্দ্র রায় হাসপাতালে রোগীর আত্মীয়দের জন্য খাবারের ব্যবস্থা করেন স্বপন সমাদ্দার ও স্থানীয় ক্লাব কাঁকুরগাছি অভিযান সংঘ। থালায় ছিল ভাত-ডাল-সবজি ও ডিম সিদ্ধ। প্রাথমিকভাবে ৭ দিন এই খাবার দেওয়া হবে। খাবার পেয়ে খুশি বাড়ি ফিরতে না পারা রোগীর আত্মীয়রা।