কাজে আসতে না পারা পরিচারিকাদের বাড়িতে বাবুদের মাস মাইনে পৌঁছে দিল পুলিশ

করোনা আপডেট :২৮ মার্চ, রাত ৮টা। বিশ্ব : আক্রান্ত ৬,১৪,০৭৫, মৃত ২৮,২৩৮। দেশ : আক্রান্ত ৯৩৩, মৃত ২২। রাজ্য : আক্রান্ত ১৭, মৃত ১

0
2

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আর লকডাউনে পরিচারিকারা কাজে আসছেন না। আপাতত তাঁদের কাজে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু আর্থিকভাবে এই মানুষগুলির যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই কারণে পরিচারিকাদের মাস মাইনে পুলিশের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল টেকনো সিটি থানার নিউটাউন ডিএলফ হাইটস আবাসনের বাসিন্দারা।