শিশু হাসপাতালে ভর্তি রোগীর অভিভাবকদের খাওয়ালো কাঁকুড়গাছি অভিযান ক্লাব

0
2

ফুলবাগানের কাছে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি থাকা দূর-দূরান্ত থেকে আসা শিশু-রোগীর অভিভাবকদের সব সময় হাসপাতালেই থাকতে বলে কর্তৃপক্ষ ৷ ফলে এই লকডাউনের সময়ও অসংখ্য শিশু-রোগীর অভিভাবকদের হাসপাতালেই থাকতে হচ্ছে৷ কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসা এই অভিভাবকরা দো-বেলা খাবেন কোথায় ? ফলে কার্যত অভুক্তই থাকতে হচ্ছে অসংখ্য শিশু-রোগীর বাড়ির লোকজনকে৷

গত দু’দিন ওই হাসপাতালে এই দুর্ভাগ্যজনক চিত্র দেখার পর শনিবার কাঁকুড়গাছি অভিযান ক্লাবের তরফে এই ধরনের প্রায় ৩০০ অভুক্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়। বেশ কিছু ফুটপাতবাসীকেও এদিন দেওয়া হয় এই রান্নাকরা খাবার৷ কাঁকুড়গাছি অভিযান ক্লাবের সম্পাদক রঞ্জিত দে জানিয়েছেন, “নিজেদের সীমিত সামর্থ্য অনুযায়ী কর্মকর্তারা এগিয়ে এসে আপাতত আগামী ৭ দিন এভাবেই তাঁরা রান্নাকরা খাবার দিয়ে যাবেন৷ ক্লাবের তরফে গৌতম সোম চৌধুরি, উত্তম সাহা, বিশাল খান্ডেলওয়াল, অভীক দাস এই খাবার বিতরনে উদ্যোগ নেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সচিব রঞ্জিত দে, ওসি ফুলবাগান থানার ওসি সি এন সিং, এই হাসপাতালের সুপার প্রমুখ বিশিষ্টরা৷ এই কঠিন সময়ে এ ধরনের সামাজিক উদ্যোগ প্রশংসিত হয়েছে৷