পুলিশ নরম হতেই ছুটির মেজাজে হুগলি। দেশ জুড়ে করোনা মোকাবিলায় লকডাউন চলছে।সাধারণ মানুষকে দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। লকডাউন সফল করতে হাতজোড় করে অনুরোধ করেছে আবার প্রয়োজনে লাঠি চালিয়েছে পুলিশ। লাঠিচার্জের অনেকে সমলোচনা করেছেন। কিন্তু শনিবার থেকে পুলিশ নরম হতেই মানুষ করোনা আতঙ্ককে উপেক্ষা করে কোন্নগরের মানুষ বেরিয়ে পড়েছে ছুটির মেজাজে।শুধু কোন্নগরে এই ছবি না সমস্ত হুগলি জেলাতেই প্রায় একই ছবি।মানুষের একাংশের মতে এই উদাসীনতা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। এই পরিস্থিতিতে অনেকের মতেই, যাঁরা এখনও করোনাভাইরাসের ভয়ঙ্কর প্রভাবকে বুঝতে পারছে না, তাঁদের জন্য পুলিশের লাঠির ভাষাই ঠিক।





























































































































