করোনা আতঙ্কে এবার ডাক্তারকেই হেনস্থা

0
2

এবার করোনা আতঙ্কের শিকার হতে হল খোদ ডাক্তারকে। রূপশ্রী দাশগুপ্ত পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ। ওই হাসপাতালে করোনা রোগীর সন্ধান মেলার পরে রূপশ্রী দাশগুপ্তকে হেনস্থা করেন তাঁর আবাসনের একাংশ। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় লালবাজার কে। রুপশ্রী দাশগুপ্তের সঙ্গে করোনা ভাইরাস সংক্রমিত কোন রোগীর সংস্রব ছিল না। তা ছাড়া পর্যাপ্ত সুরক্ষা নিয়েই যে তিনি কাজ করছেন। সবকিছু আবাসনের আবাসিকদের জানানো সত্ত্বেও বৃহস্পতিবার তার গাড়িচালককে আবাসনে ঢুকতে বাধা দেওয়া হয়।
তাঁদের নিদান, আবাসনে অন্য হাসপাতালের ডাক্তারদের গাড়িচালক ঢুকতে পারবেন। কিন্তু ওই হাসপাতালের ডাক্তারের চালক নন। রূপশ্রী দেবীর বক্তব্য, আবাসিকদের বোঝাতে গেলে তারা অভিযোগ করেন, তিনিই নাকি আবাসনে করোনাভাইরাস ছড়াচ্ছেন ।প্রসঙ্গত উল্লেখ্য,রাজ্যের প্রথম করোনা আক্রান্ত যুবকের খোঁজ মিলেছিল ওই আবাসনেই। মনে করা হচ্ছে সেই আতঙ্কেই এই ঘটনা ঘটিয়েছেন ওই আবাসনের বাসিন্দারা।