লকডাউনে মানবিকতার নজির ব্যান্ডেলে

0
2

রবিবার থেকে কার্যত লকডাউন দেশজুড়ে। ট্রেন বন্ধ। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউ। এই পরিস্থিতিতে সব থেকে সমস্যা হয়েছে সারমেয় এবং নিরাশ্রয়দের। না খেয়ে দিন কাটছে তাদের। এই অবস্থায় এগিয়ে এলেন বেশ কয়েকজন। ব্যান্ডেল চুঁচুড়া অঞ্চলে ব্যক্তিগত উদ্যোগে দুবেলা দুমুঠো তুলে দিচ্ছেন গৌতম দেবনাথ সহ আরও অনেকে।

বৃহস্পতিবার সকাল থেকে এই কাজে নেমেছেন তারা ব্যান্ডেল মোড়ে শুরু হয়েছে রান্নাবান্না। সকালে সারমেয়দের এবং রাতে ভবঘুরে নিরাশ্রয়দের মুখে খাবার তুলে দিচ্ছেন। প্রতিদিন পথচলতি মানুষ দু চার পয়সা বা কখনও কখনও খাবার তুলে দেন নিরাশ্রয়দের। লকডাউনের কারণে তা বন্ধ। আবার দোকানপাট বন্ধ থাকায় খাবার জুটছে না সারমেয়দের।

এই সময় জমায়েত করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। গৌতম দেবনাথ জানান, সরকারের নির্দেশ মতো ১ মিটার দূরত্ব বজায় রেখেই কাজ করা হচ্ছে।
কি উদ্দেশ্যে এই কাজ?
গৌতম দেবনাথ বলেন “ব্যক্তিগত উদ্যোগে আমরা কয়েকজন মিলে কাজ শুরু করেছি। ব্যান্ডেল, চুঁচুড়া স্টেশন অঞ্চলে নিরাশ্রয়দের খাবার দেওয়া হচ্ছে। তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি। এই কাজের মূল উদ্দেশ্য আমাদের দেখেও যেন বাকিরা এগিয়ে আসতে পারে। তাহলে অনেকেই উপকৃত হবেন।”