আটকে পড়া বাঙালি শ্রমিকদের দিকে নজর দেওয়ার জন্য দেশের ১৮ জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই অনুরোধে সাড়া দিয়ে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে আটকে পড়া বাংলার শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করলেন মহারাষ্ট্রের জোট সরকারের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷ টাকা-পয়সাহীন ওই শ্রমিকদের লকডাউন চলা পর্যন্ত মুম্বইয়ে থাকা এবং তিন বেলা খাদ্যের ব্যবস্থা করেছে মহারাষ্ট্র সরকার৷ মমতার অনুরোধপত্র পাওয়ার পরেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তাঁর পুত্র আদিত্য ঠাকরেকে নির্দেশ দেন, ওই শ্রমিকদের কাছে পৌঁছতে। আদিত্য চলে যান বান্দ্রার ভারতনগর এলাকায়৷ সেখানে মুর্শিদাবাদের শ্রমিকেরা আটকে রয়েছেন। তিনি বাঙালি শ্রমিকদের বলেন, আপাতত যে অস্থায়ী আস্তানাটিতে তাঁরা রয়েছেন, সেখানেই থেকে যেতে। চিন্তার কারণ নেই। তিন বেলা খাদ্য সরবরাহের ব্যবস্থাও করা হবে। উদ্ধবের আশ্বাসের পর তাঁদের কাছে পর্যাপ্ত চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, আনাজও পৌঁছে গিয়েছে৷ প্রায় ৭০০ বাঙালি শ্রমিক ওখানে আটকে রয়েছেন৷






























































































































