করোনা মোকাবিলায় এবার বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করল রাজ্য সরকার। নবান্নে সূত্রে খবর, রাজ্যের ১২ জন বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এই উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, এই কমিটিতে রয়েছেন ডা. সুকুমার মুখোপাধ্যায়, ডা. অভিজিৎ চৌধুরি, ডা. আশুতোষ ঘোষ, ডা. মামেন চান্ডি, ডা. সুবীর দত্ত, ডা. বিভূতি সাহা, ডা. ধীমান গঙ্গোপাধ্যায়, ডা. বিভূকল্যাণী দাস, ডা. সৌমিত্র ঘোষ, ডা. প্লাবন মুখোপাধ্যায়, ডা. দেবাশিস ভট্টাচার্য, ডা. অজয় চক্রবর্তী।
এখন থেকে এ রাজ্যে করোনা মোকাবিলায় এই কমিটি স্বাস্থ্য দফতরকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেবে। আইসোলেশন ও কোয়ারেন্টাইনের রূপরেখা, করোনা পরীক্ষা ও পরীক্ষাগারের সংখ্যা বাড়ানোর রূপরেখা, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় পরিকাঠামো, চিকিৎসা প্রোটোকল, স্বাস্থ্যকর্মীদের রোগীদের থেকে যাতে সংক্রমণ না ঘটে তা সুনিশ্চিত করতে রাজ্য সকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি।





























































































































