মুখ্যমন্ত্রীর করোনাযুদ্ধের তহবিলে ১০ লক্ষ টাকা অ্যাডামাসের

0
2

করোনাযুদ্ধে মুখ্যমন্ত্রীর বিশেষ ত্রাণতহবিলে ১০ লক্ষ টাকা দিচ্ছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। অ্যাডামাস ও রাইস গোষ্ঠীর প্রধান শমিত রায় বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফোন করে একথা জানান। ত্রাণ তহবিলে অর্থসংগ্রহে এগিয়ে এসেছেন পার্থবাবুও। রাজ্যে বহুরকমের বহু শিক্ষাপ্রতিষ্ঠান আছে। সেগুলি যাতে এই যুদ্ধে সামিল হয় নেতৃত্ব দিচ্ছেন শিক্ষামন্ত্রী। অ্যাডামাস গোষ্ঠী এই লকডাউনপর্বে ছাত্রদের স্বার্থে অনলাইন ক্লাসও শুরু করে দিয়েছে। পড়ুয়া এই ঘরবন্দি দিনগুলো কীভাবে কাটালে সুফল মিলবে, তার পরামর্শও দিচ্ছেন শমিত রায়।