করোনা মোকাবিলায় এবার রাজ্যের শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয় সহ সবস্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদন জানান।
শুধু তাই নয়, শিক্ষামন্ত্র এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষক এবং আংশিক সময়ের শিক্ষকদেরকেও এগিয়ে আসার আবেদন করেন।
শিক্ষামন্ত্রীর আর্জির আগে থেকেই অবশ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের শিক্ষা সেলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই এই ত্রাণ তহবিলে অনুদান দেওয়া শুরু করে দিয়েছেন। বিভিন্ন সংগঠনের পার্শ্বশিক্ষকরাও সাধ্যমত অনুদান করছেন তহবিলে।
একইসঙ্গে, রাজ্যের পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সব বিধায়ককেও ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করতে আবেদন করেছেন। ইতিমধ্যেই প্রায় সব দলের বিধায়করা সেই আবেদনে সাড়া দিচ্ছেন।
দেখুন কী বললেন তিনি…





























































































































