শহরে একা থাকা অশক্ত, বয়স্কদের জন্য বিশেষ উদ্যোগ মানবিক মুখ্যমন্ত্রীর

0
11

শহরে একা, অশক্ত, বয়স্ক বা অন্য কারও প্রয়োজনে খাবার, ওষুধ পৌঁছে দিতে

প্রাথমিক ভাবে ৫০০ জন যুবককে দৈনিক ২৫০ টাকা পারিশ্রমিকে নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট থানা মারফত খবর পেলে এরাই বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দেবেন। এছাড়াও সামাজিক পেনশন প্রকল্পগুলির আওতায় থাকা উপভোক্তাদের ২ মাসের পেনশন একবারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।