লকডাউন অমান্য করলেই গুলি চালানো হবে, হুঁশিয়ারি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

0
59

করোনাভাইরাসের সংক্রমণ থেকে মানুষের জীবন বাঁচাতে গোটা দেশে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। কিন্তু দেশের নানা জায়গায় এখনও অনেকের মধ্যে লকডাউন অমান্য করে অযথা রাস্তায় বেরনোর প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে কড়া বার্তা দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। তিনি বলেছেন, করোনার স্বাস্থ্যসংকট রুখতে লকডাউনের নির্দেশকে হাল্কাভাবে নেবেন না। এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন। যারা লকডাউন না মেনে কোনও কারণ ছাড়াই রাস্তায় বেরোবে, তাদের গুলি করা হবে।