দেশ জুড়ে লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ সবই। কিন্তু এই নির্দেশ অমান্য করে হুগলির এক কাচের বোতল তৈরির কারখানাতে কাজ চলছে রমরমিয়ে। যেখানে বলা হচ্ছে কোন জামায়াত না করতে, সেই পরিস্থিতিতে বুধবার কারখানা ৭৫০ জন শ্রমিক একসঙ্গে কাজ করছেন। অনেকেই বাইরে থেকে গিয়ে কাজ করছেন বলে অভিযোগ করেন রিষড়ার বাসিন্দারা। ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ভুগছেন রিষড়াবাসী।





























































































































