করোনা মোকাবিলায় এবার গোটা বাংলায় লক ডাউন ঘোষিত। কেন্দ্র ৩২ টি রাজ্যে সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করল। তার মধ্যে রয়েছে বাংলাও। ফলে কলকাতাসহ কিছু জেলাশহর শুধু নয়, এখন গোটা রাজ্যেই লকডাউন মানতে হবে মানুষকে। সতর্কতা বাড়াতেই এই পদক্ষেপ।
© 2025 biswabanglasangbad. All Rights Reserved.















