প্রধানমন্ত্রীর ডাকে ১৪ ঘণ্টার ‘জনতা কার্ফু’তে সাড়া দিল গোটা মুর্শিদাবাদ। জেলা সদর বহরমপুর-সহ রঘুনাথগঞ্জ, কান্দি, বেলডাঙা, ধুলিয়ান বা ডোমকল সব জায়গাতেই দোকান, বাজার বন্ধ। বহরমপুরের বাসস্ট্যান্ড থেকে কোনও বেসরকারি বাস ছাড়েনি। শুধুমাত্র দু-একটি সরকারি বাস চলাচল করতে দেখা যাচ্ছে। তবে সেই বাসগুলিতেও যাত্রীর সংখ্যা একেবারে নগণ্য।
অন্যদিকে জেলার অন্যান্য শহরের বাজারগুলিও বন্ধ। বিকিকিনির কোনো সুযোগ নেই। এছাড়াও সবজি আড়তগুলিও তাদের দোকানের ঝাপ খোলেনি।
রাস্তায় লোক চলাচল খুব কম।
‘জনতা কার্ফু’-কে বাস্তবে রূপায়িত করেন জেলাবাসী।





























































































































