রাজ্যে করোনাভাইরাসের কোপ, বেতন ছাড়া বন্ধ হয়ে গেল স্যাটেলাইট চ্যানেল

0
615

এক অদ্ভুত যুক্তিতে আপাতত বন্ধ হয়ে গেল কলকাতার একটি স্যাটেলাইট চ্যানেল। শনিবার বিকেলে চ্যানেলে একটি নোটিস দেওয়া হয় এই মর্মে যে, দিল্লিতে করোনাভাইরাসের কারণে এয়ারটেল অফিসের কোন কর্মী না আসায় এই চ্যানেলটি সম্প্রচার করা আপাতত সম্ভব হচ্ছে না। নোটিসে আরও উল্লেখ করা হয় যে চ্যানেলটি আগামী পয়লা বৈশাখে আবার চালু করার চেষ্টা চলবে। যতদিন পর্যন্ত চ্যানেলটি সম্প্রচার করা হবে না, ততদিন পর্যন্ত কর্মীরা কোনোরূপ বেতন পাবে না। প্রশ্ন জাগছে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার যেখানে প্রতিটি সংস্থাকে অনুরোধ জানিয়েছে, করোনার কারণে যদি কোন কর্মী অফিসে অনুপস্থিত থাকে তাহলে যেন তার পূর্ণ বেতন দিয়ে দেওয়া হয়। সেখানে চ্যানেলটির এইরকম সিদ্ধান্ত কতটা মানবিক? অকস্মাৎ এই সিদ্ধান্তে যারপরনাই সমস্যায় পড়েছেন চ্যানেলের কর্মীরা।