জ্বলছে দমদম জেল। দুপুর একটা নাগাদ পরপর গুলির আওয়াজ। তারপর আগুন, ধোঁয়া। এই ঘটনা বন্দিদের ভিতর লড়াই, না জেল প্রশাসনের সঙ্গে বন্দিদের লড়াই তা জানা যায়নি। আগুন, ধোঁয়ার খবর মিলতেই পুলিশ ঘিরে ফেলে জেল। এসেছে দমকল। পরিস্থিতি ভয়াবহ। একটি অসমর্থিত সূত্রে খবর, করোনা ভাইরাসের হামলার কারণে উত্তরপ্রদেশের কিছু বন্দি প্যারোলে ছুটি চান। ছুটি না পাওয়ার কারণে চলে গুলি। আহত হন এক জেলার। ভাঙচুর করা হয় জেল গেট। পুলিশ ঘিরে নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
ভয়াবহ পরিস্থিতি দমদম জেলে, পাঁচিল টপকে পালানোর চেষ্টা কয়েদিদের, কম্বলের গুদামে আগুন লাগালে পরিস্থিতি জটিল হয়। জেল রান্নাঘরের গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।




























































































































