দেশের কাছে করোনাভাইরাস মোকাবিলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করোনা রুখতে বাড়তি নজরদারি করতে হচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয় জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষা বা এনপিআর আপাতত স্থগিত রাখা হোক। করোনার বৃহত্তর সংকটের উল্লেখ করে এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এনপিআর স্থগিতের এই আর্জি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি বলেছেন, জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষার কাজ শুরু হওয়ার কথা ১ এপ্রিল থেকে। কিন্তু এই মুহূর্তে স্টেট মেশিনারি বা রাজ্য প্রশাসনের কাঠামোকে ব্যস্ত রাখতে হচ্ছে করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য। গোটা দেশের সামনে করোনা মহামারীর মোকাবিলাই এখন বৃহত্তম চ্যালেঞ্জ। তাই আপাতত এনপিআর স্থগিত রাখা হোক।
সরকারি একটি সূত্রে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জেরে এনপিআর পিছনোর ভাবনাচিন্তা করছে কেন্দ্রও। কয়েকদিনের মধ্যে এই বিষয়ে ঘোষণা হতে পারে। প্রসঙ্গত, প্রতি দশ বছর অন্তর জাতীয় জনসংখ্যা সংক্রান্ত সমীক্ষার কাজ হওয়ার কথা। সর্বশেষ এনপিআর হয়েছিল ২০১০ সালে। সম্প্রতি নাগরিকত্ব আইন বা সিএএ বিরোধিতার সূত্রে এনপিআর নিয়েও আপত্তি জানায় বিরোধী রাজনীতিকদের একাংশ।





























































































































