কলকাতায় করোনা: কোথায় কোথায় গিয়েছিলেন তিনি?

0
7

কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ইতিমধ্যে বেলেঘাটা আইডিতে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। ১৩ মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতায় ফেরেন তিনি। ১৭ মার্চ বেলেঘাটা আইডি তে ভর্তি হন তিনি। তবে এই চার দিন বাড়িতেই ছিলেন ওই তরুণ তাঁর দুই বন্ধুর শরীরেও মিলেছে করোনাভাইরাস। যার মধ্যে একজন পাঞ্জাব ও অন্যজন ছত্তিশগড়ের বাসিন্দা। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটে তিনি কলকাতায় আসেন, সেই বিমানের অন্য যাত্রীদের খোঁজ শুরু করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। পাশাপাশি যে গাড়ি করে তিনি দমদম বিমানবন্দর থেকে বালিগঞ্জ গিয়েছিলেন সেই গাড়ির ড্রাইভের খোঁজ করা হচ্ছে। ইতিমধ্যে তাঁর বাবা, মা, ভাই, জেঠু, দাদু ও দিদাকে রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আরও পড়ুন: Big Breaking: দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ কলকাতায়