করোনা সংক্রমণ রুখতে বন্ধ আন্তর্জাতিক উড়ান। আর তার জেরে বিপাকে শ্রীরামপুরের দুই পরিবার। শ্রীরামপুরের ইএসআই হসপিটালের আবাসন এবং অমূল্য কাননের মোট ৬ জন বাসিন্দা ১৪ মার্চে প্রথমে সিঙ্গাপুর, পরে মালয়েশিয়া যান। সেখানে গিয়েই সমস্যায় পড়েন রবি রায়, তাঁর স্ত্রী সুস্মিতা রায় ও তাঁদের ৫ বছরের ছেলে রিয়ান এবং রামু থাপা, সুধা থাপা ও তাঁদের ১০ বছরের ছেলে শ্রীদ থাপা। শ্রীরামপুরের এই দুই পরিবারের সদস্যরা কলকাতার একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সিঙ্গাপুর ও মালয়েশিয়া বেড়াতে গিয়েছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে বিমান পরিষেবা বন্ধ থাকায় ফিরতে পারছেন না।
অভিযোগ, এই পরিস্থিতিতে দায় নিতে চাইছে না ট্রাভেল এজেন্সিও। পর্যটকদেরই নিজেদের খরচ বহন করতে বলেছে তারা। এদিকে এই অবস্থায় সে দেশে সামান্য খাবার খেতে ৫ হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আটকে পড়া পর্যটকরা। টেলিফোনে সংবাদমাধ্যমকে তাঁরা আবেদন জানান, কোনোভাবে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা যদি রাজ্য সরকার করতে পারে। কারণ অত্যন্ত আতঙ্ক ও উদ্বেগ দিন কাটছে তাঁদের।
আরও পড়ুন: *ভারতে ফের করোনায় মৃত্যু, এই প্রথম মারা গেলেন এক বিদেশি*
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.