পুরসভায় কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে কথা বলার বা কাজ করার সময় মাস্ক বা নাক-মুখ রুমালে ঢেকে কাজ করার পরামর্শ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, “করোনাভাইরাস-এ আতঙ্কিত হবো না আমরা। বরং, সাবধানতা অবলম্বন করবো। পলিটিক্স-ভোট দু-সপ্তাহ বাদে, এখন প্রধান লক্ষ্য মানুষকে আতঙ্ক মুক্ত করা।”
পাশাপাশি এদিন মেয়র জানান, ডেথ এবং বার্থ সার্টিফিকেট জমা দেওবার জন্য একটা ড্রপ বক্স করা হয়েছে। ডেথ ও বার্থ সার্টিফিকেট ড্রপবক্সে নিয়ে পরে তা ভেরিফিকেশনের জন্য এসএমএস করে ডাকা হবে।
এছাড়া মিউটেশন অনলাইন করা হয়েছে। ভিড় কমাচ্ছে কলকাতা পুরসভা। স্টাফদের দূরে দূরে বসার ব্যবস্থা করা হয়েছে। অপরিচিত কাউকে দেখলে তাঁদের সঙ্গে কথা বলা কিংবা কাজ করার সময় মুখে মাক্স পড়ার পরামর্শও দিয়েছেন মেয়র।




























































































































