বিস্ফোরক অরুণাভ ঘোষ। সদ্য রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ তথা সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতিকে বিচার ব্যবস্থার কলঙ্ক বলে মন্তব্য করলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ। বুধবার এখন বিশ্ব বাংলা সংবাদকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন অরুণাভ ঘোষ। তিনি বলেন, ‘‘প্রধান বিচারপতি সরকারের পক্ষে রায় দিচ্ছে। এ আমাদের কলঙ্ক। গত দেড় বছরে স্বাধীনতার বিরুদ্ধে সুপ্রিমকোর্ট বিজেপির পক্ষে রায় দিচ্ছে। এর আগে সদা শিবম প্রধান বিচারপতি ছিলেন। তিনি হয়ে গেলেন কেরালার রাজ্যপাল।’’ যিনি বিচার করছেন সরকারের তাঁর সঙ্গে অন্য কোনও পেশার তুলনা হয় না বলে মত অরুণাভ ঘোষের। অরুণাভ ঘোষ প্রশ্ন তোলেন, বিনা কারণে বন্ধ কাশ্মীর, রাফেল কেলেঙ্কারি, সিবিআই নিয়োগ নিয়ে কেন মুখ খুলবে না সুপ্রিম কোর্ট। তিনি বলেন, ‘‘যে লোকটা বাবরি মসজিদ ভাঙায় জড়িত ছিল তাঁকে চেয়ারম্যান করা হল। গগৈ একটা কলঙ্ক। এনআরসি মামলা চলছে, প্রধান বিচারপতি বলে দিল এনআরসি দরকার। এর আগে দীপক মিশ্রের বিরুদ্ধে এই লোকটাই অবস্থানে বসেছিল।’’ তিনি তুলে ধরেন আইনজীবী গোপাল সুব্রহ্মানিয়ামের নাম সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে প্রস্তাব করা হলে কীভাবে বিজেপি তার বিরোধিতা করে।




























































































































