করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এবার বাড়তি সতর্কতা নিল রেল । আসলে জমায়েত কমানোই প্রধান লক্ষ্য। আর সেই কারণে এ বার একগুচ্ছ ট্রেন বাতিল করল রেল।
মঙ্গলবার দক্ষিণপূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চ পর্যন্ত একাধিক ট্রেন তারা বাতিল করছে। তবে যে ট্রেন বাতিল করা হয়েছে সেগুলিতে এমনিতেই এই সময়ে খুব একটা বেশি যাত্রী হয় না।
যে যে ট্রেন বাতিল হয়েছে সেগুলি হল
১) ১২২৬২ হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস (২৪ মার্চ আর ৩১ মার্চ)
২) ১২২৬১ মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১৫ মার্চ আর ১ এপ্রিল)
৩) ১২৮৪৭/১২৮৪৮ হাওড়া-দিঘা-হাওড়া এসি এক্সপ্রেস (২০ মার্চ থেকে ৩১ মার্চ)
৪) ৮২৮৪১ সাঁতরাগাছি-চেন্নাই সেন্ট্রাল সুবিধা এক্সপ্রেস (২০ মার্চ আর ২৭ মার্চ)
৫) ৮২৮৪১ চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি সুবিধা এক্সপ্রেস (২১ মার্চ আর ২৮ মার্চ)
এ ছাড়াও দক্ষিণপূর্ব রেলের আরও কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে যেগুলি এরাজ্যের সঙ্গে সম্পর্কিত নয়।





























































































































