করোনা আতঙ্কে কাঁপছে গোটা হলিউড-বলিউড থেকে টলিউড। সরকারি নির্দেশিকা মেনে বন্ধ হয়েছে সব রকমের শুটিং। সমস্ত ধারাবাহিক, রিয়্যালিটি শো এবং সিনেমাও। এবার বন্ধ হল ‘বাজি’ ছবির শুটিং। শুটিং বন্ধ হওয়ার কথা জানালেন জিৎ-মিমি। শ্যুটিং বাতিল হওয়ায় লন্ডন থেকে দেশে ফিরতে হচ্ছে গোটা টিমকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী ১৮ মার্চের পর ইউরোপ থেকে কোনও ব্যক্তি আর দেশে ফিরতে পারবেন না। এই কারণে দেশে ফিরলেন ‘বাজি’ টিমের সবাই।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখেছেন, ”এই পরিস্থিতির কথা মাথায় রেখে, মানুষের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে শ্যুটিং বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা লন্ডন থেকে নিজেদের বাড়িতে ফিরে আসছি। সকলেই প্রার্থনা করুন আমরা যেন এই পরিস্থিতি থেকে শীঘ্রই বের হয়ে আসতে পারি।”
মিমি জানিয়েছেন, ”আমরা এখানে সকলেই ঠিক আছি, যতটা সম্ভব সতর্কতা অবলম্বন করেই ছবির শ্যুটিং চলছে। আশাকরি, আপনারাও সকলে ভালো আছেন, নিরাপদে থাকুন, সকলে সতর্ক করুন।”




























































































































