শহর কলকাতায় ভরা কাজের দিনেও ফাঁকা মেট্রো। করোনায় ভিড় এড়িয়ে চলাই বিধি। বড় জমায়েত থেকে দূরে থাকতে বলা হচ্ছে। কিন্তু নিত্য কাজকর্মের জন্য বাস-ট্রাম-ট্রেন-মেট্রো এড়ানো এককথায় অসম্ভব। তাই গণপরিবহন কে জীবানুমুক্ত করতে উদ্যোগী রাজ্য-কেন্দ্র দুপক্ষই। মঙ্গলবার তিলোত্তমায় রাজ্য পরিবহন দফতরের পক্ষ থেকে যাত্রীদের হাতে স্যানিটাইজার দিতে দেখা গেল। অন্যদিকে মেট্রোতে টিকিট বিক্রি করা হল হাতে গ্লাভস পরে। মেট্রোতে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। একদিকে স্কুল কলেজ বন্ধ। বিনোদনের বিভিন্ন দরজাতেও তালা পড়েছে ইতিমধ্যেই। এর ওপর প্রতিদিন বাড়ছে করোনা আতঙ্ক। তাই জীবানু মুক্ত করার চেষ্টা করা সত্ত্বেও মেট্রোর যাত্রী সংখ্যা গড়ে কমেছে দৈনিক প্রায় দেড় লক্ষ। এমনটাই জানান হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন-হঠাৎ করে ছোট বাথরুম




























































































































