মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার ফেলার চক্রান্ত করছে বিজেপি। কিছু বিধায়ককে ভয় দেখিয়ে আটকে রাখা হয়েছে। এই অবস্থায় বিধানসভায় ফ্লোর টেস্ট দিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে না রাজ্য সরকার। সোমবার রাতে রাজ্যপাল লালজি ট্যান্ডনের সঙ্গে দেখা করে তাঁকে একথাই জানিয়ে এলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। পরে সাংবাদিকদের তিনি বলেন, আমার সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ফ্লোর টেস্টের প্রশ্নই ওঠে না। বিজেপির দরকার হলে ওরা আগে বিধানসভায় নিয়ম মেনে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনুক।
সোমবার বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের ভাষণের পরই করোনা পরিস্থিতির কথা বলে বিধানসভা ২৬ মার্চ পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন মধ্যপ্রদেশের স্পিকার প্রজাপতি। ফের মঙ্গলবারে আস্থা ভোট করার কথা রাজ্যপাল বললেও রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে এসেছেন, তিনি এখন সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন না। এই পরিস্থিতিতে সবার নজর মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির দিকে।