করোনা আতঙ্ক: বলিউডের পথেই টলিউড?

0
7

করোনা নিয়ে আগেই সতর্কতা জারি হয়েছে বলিউডে। আগামী ১৯ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বলিউডের সমস্ত সেটে লাগু হবে এই নির্দেশিকা। এবার কি বলিউডের পথেই হাঁটবে টলিউড? রবিবার মুম্বইয়ের সিনেমা সংগঠনগুলির বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সোমবার এই নির্দেশিকা জারি হতে পারে টলিউডেও।

আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, সারা ভারতে যখন শুটিং বন্ধ তখন আমাদেরও শুটিং বন্ধ রাখতে হবে, বলে মনে করছি। আপাতত আলোচনা চলছে। সিদ্ধান্ত নিলে জানিয়ে দিতে পারব।

প্রসঙ্গত, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও সোমবারের মধ্যে নির্দেশিকা যাওয়ার কথা, জানিয়েছেন ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসল হাসান। তাঁর কথায়, “ইম্পার সঙ্গে কথা হয়নি। মোশারেফ করিমের সঙ্গে আমার নিজের ছবির শুটিং বাতিল করেছি। কালই উনি বাংলাদেশ ফিরে যাচ্ছেন।”

আরও পড়ুন-করোনা আতঙ্ক: সর্বদল-বৈঠকে পুরভোট পিছনোর আর্জির সম্ভাবনা সব দলের