মধ্যপ্রদেশের চলতি অচলাবস্থায় সময় কেনার নানা সুযোগ খুঁজছেন মুখ্যমন্ত্রী কমল নাথ। যেকোনওভাবে বিদ্রোহী বিধায়কদের বুঝিয়েসুঝিয়ে পদত্যাগ ফেরাতে চান তিনি। সরকারের মনোভাব বুঝে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছেন স্পিকার এনপি প্রজাপতিও। বিদ্রোহী ২২ বিধায়কের মধ্যে ছয় মন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেছেন তিনি। বাকিদের বিষয়ে আজ তাঁর সিদ্ধান্ত জানানোর কথা।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন সোমবারই আস্থা ভোট নিতে কমল নাথ সরকারকে নির্দেশ দিয়েছিলেন। সোমবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে মধ্যপ্রদেশ বিধানসভায়। রাজ্যপালের নির্দেশ ছিল, তাঁর ভাষণ শেষ হলেই যেন আস্থা ভোট নেওয়া শুরু হয়। এই বিষয়ে রাজ্যের কংগ্রেস সরকারের আইনমন্ত্রী পিসি শর্মার ব্যাখ্যা, রাজ্যপাল নির্দেশ দেননি, বার্তা দিয়েছেন। বিধানসভার বিষয়ে সিদ্ধান্ত স্পিকার নেবেন। অন্যদিকে কমল নাথ ঘনিষ্ঠ এক মন্ত্রী বলেন, করোনাভাইরাসের মোকাবিলা করাই এখন আমাদের অগ্রাধিকার, আস্থা ভোট নয়।






























































































































