করোনাভাইরাস শনাক্তকরণে নতুন ওয়েবসাইট আনছে গুগল !

0
10

করোনাভাইরাস শনাক্তকরণের জন্য নতুন ওয়েবসাইট তৈরি করছে সার্চ ইঞ্জিন সাইট গুগল। মার্কিন সরকারের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে কোম্পানিটি।
শনিবার এই তথ্য জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে দাবি করা হয়েছে , ১৭০০ ইঞ্জিনিয়ার করোনা পরীক্ষার জন্য নতুন ওয়েবসাইট তৈরির কাজ করছে। এই ওয়েবসাইটটি করোনার লক্ষণ, ঝুঁকি এবং পরীক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
একটি টুইট বার্তায় গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা মার্কিন সরকারের সঙ্গে সংঘবদ্ধ হয়ে কোভিড-১৯ ভাইরাস প্রতিরোধ এবং আমাদের কমিউনিটির স্বাস্থ্য সুরক্ষায় অব্যাহতভাবে কাজ করে যাবো।