করোনার জেরে রাজ্যের পুরভোট কী পিছিয়ে যাবে? বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার নিজের নির্বাচনী এলাকা বেহালা পশ্চিমে স্বীকৃতি সম্মলনের শেষে জানালেন, কাল, সোমবার নির্বাচন কমিশনে বৈঠক আছে। সেখানে আলোচনা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কী ভাবছে? মহাসচিবের জবাব, আমরা অন্যদলেরও কথা শুনব। এটা একটা অস্বাভাবিক পরিবেশ। আমাদের দলেও আলোচনা চলছে। সব দলের কথা তো শোনা হবে। শেষ সিদ্ধান্ত নেবে কমিশনই।





























































































































